দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এদিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । তার অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের তেমন প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। যদিও এর জেরে সপ্তাহান্তে হালকা বৃষ্টির হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। এই পরিস্থিতিতে আগামী দিনগুলিতে বাংলার আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
জাঁকিয়ে শীত পড়তে পারে
ধীরে ধীরে বঙ্গে পারদ নামতে শুরু করেছে। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। তবে কলকাতা সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হলেও এখনও পর্যন্ত সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি বললেই চলে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে বঙ্গের একাধিক জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর এই বৃষ্টির পর্ব পেরোলেই জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এখন প্রায় প্রতিদিনই সকালে বইছে উত্তুরে হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২৮ নভেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে নিম্নচাপ ও ঘর্ণিঝড়ের প্রভাবে আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা কিছুটা বাড়বে। ঠান্ডা আমেজ কিছুটা কমবে। তবে ৩০ তারিখ, শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ২ ও ৩ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে। কোথাও আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গের ৮ জেলাতেও আবহাওয়া শুষ্কই থাকবে ২৮ নভেম্বর। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। এদিকে আগামী দু'দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হাওয়া অফিস বলছে ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এর মধ্যে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে।
কলকাতার পরিস্থিতি
কলকাতায় বৃষ্টির তেমন কোন পূর্বাভাস প্রায় নেই বললেই চলে। শহরে শীতের আমেজ রয়েছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে। তবে আজ কিছুটা বেড়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক তিলোত্তমার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। শহরের আকাশ পরিষ্কার থাকবে।