Women trafficking in Kolkata: কলকাতায় নারীপাচারের অভিযোগ, নাবালিকা-সহ ১১ মহিলা উদ্ধার, ধৃত ৬

কলকাতায় ফের নারীপাচারের ছক ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বড়তলা থানা এলাকায় বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ন’বছরের নাবালিকা-সহ মোট ১১ জনকে। প্রাথমিকভাবে অনুমান, তাঁদের পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিল।

Advertisement
কলকাতায় নারীপাচারের অভিযোগ, নাবালিকা-সহ ১১ মহিলা উদ্ধার, ধৃত ৬
হাইলাইটস
  • কলকাতায় ফের নারীপাচারের ছক ফাঁস।
  • গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বড়তলা থানা এলাকায় বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

কলকাতায় ফের নারীপাচারের ছক ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বড়তলা থানা এলাকায় বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ন’বছরের নাবালিকা-সহ মোট ১১ জনকে। প্রাথমিকভাবে অনুমান, তাঁদের পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিল।

ধরা হয়েছে এক দম্পতি, অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ, তাঁদের বাড়ি থেকেই দেহব্যবসা চালানো হত। পাশাপাশি পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন সুমন হালদার, দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরী এবং পুজা মিস্ত্রি। এঁদের মধ্যে সুমনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অন্য তিন জনের বাড়ি উত্তর ২৪ পরগনায়। ধৃতদের বয়স ২২ থেকে ৩৪ বছরের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নাবালিকাদের পাচারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে এই চক্রের নেপথ্যে আরও কারও ভূমিকা আছে কি না, সেই দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা।

উল্লেখযোগ্য, কলকাতা ও আশপাশে বারবার বিভিন্ন স্পা ও ম্যাসেজ পার্লারে দেহব্যবসা এবং মানবপাচারের অভিযোগ সামনে এসেছে। এই ধরনের অবৈধ কাজকর্ম বন্ধ করতে পুলিশের অভিযান চললেও, বড়তলার ঘটনার পর ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

 

POST A COMMENT
Advertisement