Advertisement

Mamata-Abhishek: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও ১০০ মিটার দূরে, অভিষেকের ঘোষণা শোধরালেন মমতা

আগামী ৫ অগাস্ট রাজ্যের সব জায়গাতে বিজেপির সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। দলীয় নেতাদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে অভিষেক জানান, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। যদিও পরে মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে উঠে অভিষেকের বক্তব্য সামান্য শুধরে দেন। বলেন, 'অভিষেক যে ঘোষণা করেছে, তাতে আমি বলব, জেলায় জেলায় না করে ব্লক লেভেলে করুন। আর বাড়ির ১০০ মিটার দূরে। এই ঘেরাও ব্লক হিসাবে করতে। বুথ হিসাবে নয়। যাতে বাড়ির লোকের বের হতে অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে।'

Advertisement
POST A COMMENT