Advertisement

Sealdha Bomb: ভোটের চক্করে তো পুরো ট্রেনটাই উড়ে যেত! শিয়ালদহ-ক্যানিং লাইনে ব্যাগ ভর্তি তাজা বোমা

পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যের দিকে দিকে মিলছে মুড়ি মুড়কির বোমা-বারুদ। এবার শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে মিলল ব্যাগ ভর্তি তাজা বোমা। সকালে সবাই অফিস যাওয়ার জন্য ট্রেনকেই প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করেন। আর সেই রেল লাইনেই যদি বোমা রাখা থাকে তাহলে কি হবে ভাবতে পারছেন? যদি আজ দুর্ঘটনা ঘটে যেতো তাহলে কী ভয়াবহ অবস্থাটাই না হত ভাবুন।

a bag bomb recovered in sealdah beside the rail.

Advertisement