Advertisement

Kamduni Update: কামদুনি রায়ের প্রতিবাদে শহরে মিছিলে টুম্পা-মৌসুমীরা

কামদুনি মামলা রায়ের প্রতিবাদে কলকাতায় মিছিল। কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্নমহলে দেখা দিয়েছে ক্ষোভ। অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। প্রতিবাদে পথে নামল সাধারণ মানুষ। তবে কোনও রাজনৈতিক দলের পতাকার নিচে এই মিছিল আয়োজতি হল না কলকাতায়। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল,মৌসুমী কয়াল। অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। মঙ্গলবার ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হয় এই মিছিল। শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে।

Advertisement
POST A COMMENT