Advertisement

Abhishek Banerjee : অভিষেকের চ্যালেঞ্জ, 'সাত দফা হোক বা আট দফা, গোহারা হারবে BJP'

কোভিডের সময় বলেছিল, কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করা হচ্ছে। এখন কি অজুহাত আছে? তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মহারাষ্ট্রে ক‌দফায় ভোট হয়? বাংলায় 7 দপায় ভোট। আপনি আগের বারও আট দফায় ভোট করে গোহারা হেরেছেন। এবারেও 7 দফা করেও গোহারা হারবেন। মানুষ এর জবাব দেবে। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে গঙ্গারামপুর। সেই গঙ্গারামপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই ভোট শুধু প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়। এই ভোট 'প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট।

Abhishek Banerjee Attacks BJP

Advertisement