'মোদীর সঙ্গে বিদেশ গিয়েছিলেন নীরব মোদী। শিল্পপতি হিসেবে রাজ্যের প্রতিনিধি দলে ছিলেন। একটা ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। ওরা শকুনের রাজনীতি করে'। অমিত শাহকে পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee Slams Amit Shah Over Anandapur Momo Factory Fire Incident Issue