'৫৭ বছরের পুরুষ আত্মঘাতী হয়েছেন। এনআরসির ভয়ে নিজের প্রাণ নিয়েছেন। প্রদীপবাবুর পরিবার ৪০ বছরের বেশি এখানে রয়েছেন'। পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস,'আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি'।