'আগে জয় শ্রী রাম বলত। এখন বলছে জয় মা দুর্গা। কথা দিচ্ছি ২৬-এর পর জয় বাংলা বলাব। এটাই বাংলার জয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটির পিছনে আয়কর লাগিয়ে পুজো বন্ধ করতে চেয়েছিল। আর ১০ মাস তারপর জয় বাংলা বলবে'। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালীর জয়োধ্বনি নিয়ে একুশের মঞ্চে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।