Advertisement

Mithun Chakraborty Speech: ‘খুনের রাজনীতি করেছি’, শাহের সামনেই ২৮-এ ফিরলেন মিঠুন

“অভিনেতা মিঠুন চক্রবর্তী নয়, আঠাশ বছরের ৬৮-র মিঠুন চক্রবর্তী আপনাদের বলছে, আমি রাজনীতি করেছি ভাই, খুনের রাজনীতি করেছি।  আমার সব জানা আছে, কে কোন দিক থেকে কি করতে পারে সব জানি।” রবিবার দুপুরে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, নভেম্বর থেকে আমি ২০ দিন পার্টির জন্য রাখব, বাকি ১০ দিন নিজের কাজের জন্য রাখব। বাংলার প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জায়গায় আমি যাব। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “এক কোটি ভোট আপনারা আমাদের দেবেন তো ? তাহলে ২৬ এর মসনদ আমাদের, আমরা রাজ করব।”

Advertisement
POST A COMMENT