'খোকাবাবু আর দিদিকে ডাকা হয়েছিল। তাঁরা যাবেন না। কারণ মোদী রেগে যাবেন। তাই মোদীকে খুশি করার জন্য দিদি যাননি'। পটনায় বিরোধীদের ইন্ডিয়া মঞ্চে সভায় তৃণমূলের দুই প্রতিনিধি পাঠানো নিয়ে প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী।