Advertisement

Adhir on Mamata injurie: 'আগেরবার ভোটের পর মুখ্যমন্ত্রীর চোট সেরে গিয়েছিল', কপ্টারের চোট নিয়ে অধীর বাবুর চোট

বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে নন্দীগ্রামে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও পঞ্চায়েত ভোটের আগে পায়ে ও কোমরে চোট পেলেন তৃণমূল নেত্রী। কিন্তু মমতা চোট পেয়েও বিরোধীরা তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করলেও কটাক্ষ করতে এক বিন্দুও জমি ছাড়তে নারাজ। এই যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি সেই বিধানসভা ভোটের আগে মমতার চোট নিয়ে একেবারে যেন মমতার পিছনেই লেগে থাকলেন। মমতার হুইলচেয়ার কে সাইকেল বলে মজা করলেন অধীর। তিনি বলেন, আগেরবার ভোটের পর মুখ্যমন্ত্রীর চোট সেরে গিয়েছিল। এবারেও তাই হতে পারে বলে কটাক্ষ অধীরের। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ার কে সাইকেল বলেও কটাক্ষ করলেন অধীর। অধীর চৌধুরীর আক্রমণ করেছেন তা শুনে অনেকেই চুপচাপ হাসছেন।

Adhir on Mamata injurie.

Advertisement