Advertisement

Kolkata Building Collapsed: বাঘাযতীনের পর ট্যাংরার ক্রিস্টোফার রোড , কলকাতায় ফের হেলে গেল বহুতল

আবার কলকাতায় বহুতল বাড়ি হেলে গেল। এবার ট্যাংরায়। বুধবার ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ল একটি বহুতল বাড়ি। বাঘাযতীনে দুসপ্তাহ আগেই হেলে পড়েছিল একটি ফ্ল্যাট। তারপর কলকাতায় ফের বহুতল হেলে পড়ার খবর। জানা গিয়েছে, আজ সকালে হঠাত্‍ স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বাড়িটি হেলে যাচ্ছে। ওই বাড়িটি এখনও নির্মীয়মান। ভিতরের কাজ সম্পূর্ণ হয়নি। অভিযোগ, গোটা বাড়িটিই নাকি বেআইনি। এদিকে ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

Advertisement
POST A COMMENT