Advertisement

AAP Rally at Kolkata: পঞ্জাবে জয়ের পর কলকাতায় পদযাত্রা আম আদমি পার্টির

পঞ্জাবের ক্ষমতা দখলের পর কলকাতায় পদযাত্রা আম আদমি পার্টির সমর্থকদের। দিল্লির পর পঞ্জাবের মসনদে বসতে চলেছে AAP। আর সেই জয় উদযাপন করতে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত চলে তাদের পদযাত্রা। AAP এর মুখপাত্র অর্ণব মিত্র প্রথমেই পঞ্জাবের জনগণকে ধন্য়বাদ জানালেন স্বচ্ছ রাজনীতিকে বেছে নেওয়ার জন্য। তিনি বলেন, বাংলায় সংগঠনের কাজ অনেকদিন ধরেই চলছে। তাদের উদ্দেশ্য মহিলা সুরক্ষা,কর্ম সংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্ণীতিমুক্ত বাংলা গড়ে তোলা।

After the Victory in Punjab, AAP's Rally in Kolkata

Advertisement