উত্তরবঙ্গের দুর্যোগের পর নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপি এমপি খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই আক্রমণ তৃণমূলের তরফে করা হয়েছে বলেই অভিযোগ। আর এই খবর নিয়ে যখন বঙ্গ রাজনীতি তোলপাড়, ঠিক তখনই ত্রিপুরায় তৃণমূলের সদর দফতরে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সেই খবর জানার পরই তৎপর হয় রাজ্য তৃণমূল। তাদের পক্ষ থেকে ৬ সদস্যের দল আজ আগরতলায় যাচ্ছেন সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে। এই প্রতিনিধি দলে রয়েছে কুণাল ঘোষ, প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব ও সুদীপ রাহা।