Advertisement

Alipore Zoo: 'শীত উৎসব'বাঙালির, ডিসেম্বরের প্রথম রবিবারে উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়

ডিসেম্বরের আগমন মানেই আমুদে বাঙালির কাছে যেন উৎসবের মরশুম। আলিপুর চিড়িয়াখানাও যেন অপেক্ষা করে থাকে ডিসেম্বরের। আর করবেই না বা কেন। এই মাসেই তো শীতের রোদ গায়ে মেখে চিড়িয়াখানা বেড়াতে যান অনেকেই। বিশেষ করে ছুটির দিন রবিবারে। আর এবারের ডিসেম্বরের প্রথম রবিবারই যেন ভিড়ে জমজমাট। আট থেকে আশি- সবাই ভিড় জমালেন আলিপুর চিড়িয়াখায়। এমনিতেই করোনার কারণে গত ২ বছর আলিপুর চিড়িয়াখানা বেশ ধুঁকেছে। তবে এবার করোনার প্রকোপ কেটেছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। তাই কর্তৃপক্ষ মনে করছে, এবার রেকর্ড ভিড় হবে। যার আভাসও মেলে এদিন।

Crowd At Alipore Zoo

Advertisement
POST A COMMENT