Advertisement

Alipore Zoo Welcomes a New Baby Zebra: আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন অতিথি

আলিপুর চিড়িয়াখানায় অনন্যা নামে একটি জেব্রা জন্ম দিলো একটি কন্যা সন্তানের। এখন চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা হয়ে দাঁড়াল ৮টি। এর মধ্যে তিনটি ছেলে এবং পাঁচটি মেয়ে। এই মেয়ে জেব্রা সন্তানের জন্ম হয়েছিল ২০ নভেম্বর। আজ এই কন্যা সন্তানকে জনসমক্ষে নিয়ে আসা হল।

Alipore Zoo Welcomes a New Baby Zebra

Advertisement