Advertisement

Amit Shah On WB Assembly Elections 2026: ১ কোটি সদস্য হলে ২৬-এর ভোটে বিপদে পড়বে তৃণমূল, হুঙ্কার শাহর

যখন বিজেপির কম সদস্য ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নাকানি-চোবানি খেতে হয়েছে। বিজেপির টার্গেট ১ কোটি সদস্যপদ। তা হয়ে গেলে তৃণমূলকে বিপদে পড়তে হবে। হুঙ্কার দিলেন অমিত শাহ। কলকাতায় সদস্যতা অভিযান থেকে শাহ বলেন, 'অন্য রাজ্যে সদস্যতার লক্ষ্য দলের প্রসার ঘটানো। কিন্তু বাংলায় সদস্যতা অভিযানের আলাদা গুরুত্ব রয়েছে। নিরাপদ বাংলা গড়ে তোলার জন্য বিজেপি-কে প্রয়োজন।'

Advertisement
POST A COMMENT