Advertisement

Mota Bhai Vote Nai Poster: 'মোটা ভাই ভোট নাই', অমিত শাহের কলকাতা সফরের আগে শহরে পোস্টার

বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় তাঁর মেগা শো। বঙ্গ বিজেপি আগেই জানিয়েছি, ২০২৪-এর লোকসভা ভোটের সুর বাঁধতেই বঙ্গ সফরে আসছেন শাহ। তবে তিনি আসার আগেই তৃণমূলের তরফে কলকাতা শহর ঢাকা হল পোস্টারে। সেখানে লেখা 'মোটা ভাই ভোট নাই'। শহরের বেশ কিছু জায়গায় এই পোস্টার দেওয়ার হয়েছে।

Advertisement
POST A COMMENT