scorecardresearch
 
Advertisement

BJP And Cong Clash: এন্টালিতে কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি, মাথা ফাটল পুলিশের

BJP And Cong Clash: এন্টালিতে কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি, মাথা ফাটল পুলিশের

আম্বেডকর ইস্যুতে রণক্ষেত্র এন্টালি। বৃহস্পতিবার দুপুরে আম্বেডকর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে এলাকা। কংগ্রেস অমিত শাহের আম্বেডকরকে মন্তব্যের প্রতিবাদে মিছিল করছিল। সেই সময় বিজেপিও পাল্টা প্রতিবাদ মিছিল করে কংগ্রেস পার্টি অফিসের দিকে যায়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পরে দুই পক্ষ। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল পুলিশের।

Advertisement