Advertisement

Anandapur অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল নিয়ে কী বললেন Sujit Bose ? দেখুন VIDEO

আনন্দপুরের খাবারের গুদামে আগুন লেগেছিল ২৬ জানুয়ারি (সোমবার ভোররাতে)। আর আজ একদিন পেরিয়ে যাওয়ার পর সেখানে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু। পাশাপাশি আজই সেখানে হাজির হন দমকলের ডিজি রণবীর কুমার। আর তাঁদের এই দেরিতে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। এ দিন সেখানে পোঁছে সুজিত দাবি করেন, 'এখানে একাধিক গাড়ি এখনও রাখা রয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। রাত তিনটেয় আমার কাছে প্রথম খবর আসে।' ও দিকে এই গুদাম দমকলের আইন ভেঙেছে বলে জানিয়ে দেন রণবীর।

Sujit Bose Visits Anandapur Fire Spot With DG Fire Brigade

Advertisement
POST A COMMENT