scorecardresearch
 
Advertisement

Anti Ragging Helpline: যাদবপুরকাণ্ডের পর চালু অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন, ঘোষণা মমতার

Anti Ragging Helpline: যাদবপুরকাণ্ডের পর চালু অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন, ঘোষণা মমতার

যাদবপুরকাণ্ডে এবার চালু হল অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন। টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজারে সারা রাজ্যের জন্য এই হেল্পলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এদিন টোল ফ্রি নম্বরটির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, 'কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রেই ব়্যাগিং সহ্য করা হবে না।' ১৮০০-৩৪৫-৫৬৭৮ নম্বরে কল করে অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইনও চালু হয়। এই নম্বরে ফোন করলে  সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেবে। গোটা রাজ্যে একই নিয়ম। পরিচয় গোপন রেখেই পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement