আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা। শহরের জায়গায় জায়গায় মিছিল। কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করলেন টলি তারকারা। সেই মিছিলে নামেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতী ঘোষালের মতো তারকারা। 'দফা এক দাবি এক, আরজি করের দোষীরা শাস্তি পাক'- এই স্লোগান তোলা হয় মিছিল থেকে। অপর্ণা সেন বলেন, 'বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। নির্যাতিতা বিচার পাবে বলে আমার আশা। প্রতিবাদ করতেই পথে নেমেছি। প্রয়োজনে ফের পথে নামব।