scorecardresearch
 
Advertisement

Suvendu Adhikari: বুদ্ধবাবুর প্রশংসা করে শুভেন্দু বললেন 'ওনার কাছে মমতা শিখুন...'

Suvendu Adhikari: বুদ্ধবাবুর প্রশংসা করে শুভেন্দু বললেন 'ওনার কাছে মমতা শিখুন...'

লোকসভায় সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপের বিরোধীতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, টেনে আনলেন বাম আমলের ঘটনা ও বুদ্ধদেব ভট্টাচার্যের নামও। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংবাদমাধ্যমে দেখলাম মুখ্যমন্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছেন, যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন। ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউজ় চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন? নিজের মুখটা আয়নায় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে কাচের ঘরে ঢুকিয়ে দিয়েছেন সাংবাদিকদের? আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আপনার কোনও সচিব নবান্নের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায়। আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন। আমি বাম আমলের বিধায়ক ২০০৬এ। বুদ্ধবাবু লবিতে, ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন। শুধু হাউজ চলার সময় নয়, হাউজ বন্ধের সময়ও। বুদ্ধবাবু এখনও সুস্থ রয়েছেন। তার কাছ থেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু পাঠ নিয়ে আসবেন যে বিধানসভা কী ভাবে চালাতে হয়।

Appreciation of the buddhadeb bhattacharya by Suvendu Adhikari

Advertisement