Advertisement

Anubrata Mondal:'অনুব্রত মাগুর ছেড়ে মুগুর ধরেছে তৃণমূলের দৌলতে',কটাক্ষ সেলিমের

তৃণমূল দলের কোনও নীতি আছে। প্রশ্ন তুললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই দল তাঁর পাশ থেকে সরে গেছে। সেলিম কটাক্ষ করে বলেন, অনুব্রত মণ্ডল তো মাগুর ছেড়ে মুগুর ধরেছে তৃণমূলের দৌলতে। লুঠপাটের সময় ছিল দলের সম্পদ। এখন ধরা পড়ার পর দলের কেউ নয় হয়ে গেল। এতদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রশ্ন তোলেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ।

Cpim leader Salim slams tmc

Advertisement
POST A COMMENT