SIR প্রক্রিয়ায় বার্থ সার্টিফিকেট প্রসঙ্গে ফের নির্বাচন কমিশনকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মতারিখ প্রসঙ্গে মমতা বললেন, 'আমার জন্ম হয়েছে গ্রামে। বীরভূমে মাটির ঘরে। কত জনের তখন হাসপাতালে ডেলিভারি হত? কত জন কলকাতায় থাকতেন? কটি মেডিক্যাল কলেজ ছিল? ধাত্রী মা শিশুদের জন্ম দেওয়াতো। তাই এডুকেশন সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ। তাই ডেট অফ বার্থ এদিক ওদিক হয়েও যায়,কিছু করার নেই।' যাদবপুরে কেন কম বয়সে দাঁড়াতে পেরেছিলেন, তাও জানালেন মুখ্যমন্ত্রী। এরপরেই প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। কী বললেন, শুনুন।