Advertisement

Robot Bravo: কলকাতার অতনু ঘোষ এবার অটিজম শিশুদের জন্য বানালেন রোবট 'ব্রাভো'

কলকাতার বাসিন্দা অতনু ঘোষ মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে রোবট তৈরি করেন। রোবোটিক্সে অতনু ঘোষের আগ্রহ তার বাবার কাছ থেকে পেয়েছেন। তাঁর বাবা ছিলেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। অতনু ঘোষ প্রথম রোবট ডিজাইন করেছিলেন ১৯৭৯ সালে, যা দূর থেকে চালানো যেতে পারে। ২০২১ সালে, তিনি 'ক্রিটি' তৈরি করেছিলেন, এই রোবটটি প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই বছর, তিনি 'ব্রাভো' নামে আরেকটি রোবট তৈরি করেছেন, যা অটিজম শিশুদের জন্য সহায়তা হতে পারে।

Advertisement
POST A COMMENT