Advertisement

Bangaldesh MP Murder Case: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়? বাগজোলা খাল থেকে মিলল হাড়গোড়

সিআইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় জড়িত থাকা অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন। সাংসদ খুনের পর দেহ লোপাট-সহ তথ্যপ্রমাণ গায়েবের ঘটনায় যুক্ত ছিল সিয়াম হোসেন। আর এই হোসেনকে গ্রেফতারির পরেই বড় সাফল্য পেল সিআইডি। বাংলাদেশি সাংসদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করার পরই রবিবার বাগজোলা খাল এলাকায় এনে তল্লাশি করেন সিআইডির বিশেষ তদন্তকারী আধিকারিকরা। ডিএমজির সদস্য এবং ভারতীয় নৌ সেনাদের সঙ্গে নিয়ে এদিন সিআইডির তদন্তকারী সদস্যরা বাগজোলা খালের কৃষ্ণমাটি এলাকায় আসেন। এলাকা সনাক্ত করনের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো শুরু হয়।

Advertisement
POST A COMMENT