১৯৪০ সালের এপ্রিল মাসের ঘটনা। ফরোয়ার্ড ব্লকের সাংগঠনিক কাজে বাঁকুড়ায় রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেদিনই এক মঞ্চে বক্তৃতা করেন তিনি। সেই মঞ্চে তিনি যে চেয়ারে বসেছিলেন তা গঙ্গাজলঘাঁটির দেশুড়িয়া গ্রামের চিকিৎসক রামরূপ কর্মকারের দোকান থেকে আনা হয়েছিল। জানা যায়, সভা শেষে রামরূপবাবু সেই চেয়ার মাথায় করে বাড়িতে নিয়ে আসেন। তারপর সেই চেয়ারের স্থান হয় বাড়ির ঠাকুরঘরে। আশা ছিল নেতাজি আবার আসবেন, বসবেন এই চেয়ারে। রামরূপ কর্মকার আজ নেই। কিন্তু তাঁর নির্দেশ মেনে আজও ওই চেয়ারকে ভগবান হিসেবে পুজো করে কর্মকার পরিবার।
Netaji's chair is still worshiped in Karmakar family of Gangajalghati