Advertisement

VIDEO: সামাজিক দূরত্ববিধি মেনে .কলকাতায় যোগ দিবস পালন

সামাজিক দূরত্ব বজায় রেখে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। আজ শহরের একাধিক জায়গায় দিনটিকে পালন করেন প্রাতঃভ্রমণকারীরা। আজ সপ্তাহের প্রথম দিন হওয়ায় অনেকেই গতকাল এই দিনটিকে পালন করেন। সূর্য নমস্কার-সহ আরও অনেক যোগ করেন তাঁরা। এই নিয়ে 'Samartha a Better You' -র প্রশিক্ষক হর্ষ বানটিয়া জানান, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ করা প্রয়োজন। করোনাকালে যোগের আলাদা গুরুত্ব রয়েছে

Advertisement