Advertisement

Mamata Banerjee On Udainidhi Stalin: 'আমি সনাতন ধর্মকে সম্মান করি', উদয়নিধির বিতর্কিত মন্তব্য নিয়ে বললেন মমতা

সোমবার সন্ধেয় স্টালিনের মন্তব্য নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানালেন,'আমার মনে হয়, সব ধর্মকে সম্মান করা উচিত। আমি তামিলনাড়ুর জনগণ, মুখ্যমন্ত্রী স্টালিনকে সম্মান করি। তবে আমার অনুরোধ থাকবে, প্রতিটি ধর্মের আলাদা আলাদা ভাবাবেগ রয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ। তা সত্ত্বেও ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য মূল বিষয়। আমি সনাতন ধর্মকে সম্মান করি। এমন কোনও কথা বলা উচিত নয়, যা মানুষকে আঘাত করে।' তাঁর আরও বক্তব্য,'উনি জুনিয়র। সবটা জানেন না। আমার মনে হয়, সব ধর্মকে সম্মান করা উচিত।'

Advertisement
POST A COMMENT