এদিন টিএমসিপির মঞ্চ থেকে তদন্ত নিয়ে সিবিআইকে নিশানা করেন তৃণমূলনেত্রী। অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের শহিদ দিবস ও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস লুট করে নিয়েছে তৃণমূল। এভাবে তৃণমূল অস্তিত্ব জানান দিচ্ছে। আরজি করের নৃংশসতা নিয়ে বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে। ছাত্র আন্দোলন নিয়ে প্রশাসন যেভাবে কলকাতায় ব্যারিকেড দিল তা প্যালেস্তাইনে দেখা যায়। দিদি চান, একদিকে তৃণমূল আর একদিক বিজেপি, এভাবে বিভাজনের রাজনীতি চলছে। এদিনের বনধ নিয়ে অধীর লেন, মমতা চান বনধ হোক, আরজি করে নিয়ে দিশা খুঁজে পাচ্ছিলেন না, ছাত্র সমাজের মিছিল থেকে তা পেলেন।