মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,মাইক্রোসফট, ফ্লিপকার্ট থেকেও প্রতিনিধি এসেছে। ফিনল্যান্ড থেকেও প্রতিনিধি এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যে ৪০ লাখ চাকরি হবে। তিনি বলেন রাজ্যে বিধবা ভাতা, পড়ুয়াদের স্কলারশিপ, সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়ায় আমরা দেশের মধ্যে প্রথম। স্কিল সেক্টরেও পশ্চিমবঙ্গে দেশের মধ্যে প্রথম। তিনি জানান ২২টি প্রোডাক্টে জিআই ট্যাগ পেয়েছে বাংলা। দেউচাপাঁচামি দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে বলেও জানান মমতা। অন্ডাল,বাগডোগরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়ে যাবে বলেও আশাবাদী তিনি।
40 lakh jobs will be created in Bengal, Mamata