শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দেশজুড়ে চলছে শ্রমিক সংগঠনগুলির ডাকে সাধারণ ধর্মঘট। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই একাধিক বাম কর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার সকালে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাঘাযতীন মোড় থেকে বনধের সমর্থনে মিছিল শুরু হয়। গাঙ্গুলি বাগান মোড়ে মিছিল আটকায় পুলিশ। দু’পক্ষের মধ্যে ব্যাপক ধ্বস্তাধস্তি চলে। টেনেহিঁচড়ে সৃজনকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ। সৃজন বলেন, 'বিজেপির বিরুদ্ধে ধর্মঘট আর তৃণমূলের দালাল পুলিশ ধর্মঘট আটকাতে এসেছে। এদের মালকিন চাল চোর আর এরা টায়ার চোর। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দিচ্ছে না আমাদের। পুরুষ পুলিশ মহিলাদের হেনস্থা করেছে। কীসের ভয় এদের?'