হাতে গোলাপ আর গীতাঞ্জলি নিয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়াল কংগ্রেসের সেবাদল। সেই প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথের বেশে দেখা গেল এক ব্যক্তিকে। তাঁর হাতে গোলাপফুল এবং গীতাঞ্জলি। রবীন্দ্রনাথবেশী রবীন্দ্রনাথের মন্তব্য,'আমি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে এসেছি। আমি শিল্পী। নানা সাজে আমি হাজির হই। আমি রবীন্দ্রনাথ সেজে শিক্ষকদের পাশে দাঁড়াতে এসেছি'।