জল্পনা ছিলই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। এ দিন তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। বার্লার যোগদানে উত্তরবঙ্গের আদিবাসী ভোটে বড় প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বার্লার বক্তব্য,'উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। বহেলিত চা বাগানের মানুষ'।