'ভূগোলে পাকিস্তান বড় নয়। জনশক্তিতেও বড় নয়। কলকাতার মহানাগরিক হঠাৎ পাকিস্তান প্রেমিক হননি। ডন পত্রিকার সাংবাদিককে নিজের কেন্দ্র দেখিয়ে বলেছিলেন এটা মিনি পাকিস্তান'। ফিরহাদ হাকিমের মন্তব্যে পাল্টা দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।