Advertisement

Dilip Ghosh: গণতন্ত্র ও সংসদকে যারা কালিমালিপ্ত করছেন তাদের সাজা পাওয়া উচিত, বললেন দিলীপ

ভারতীয় গণতন্ত্র ও সংসদকে যারা কালিমালিপ্ত করছেন তাদের সাজা পাওয়া উচিত। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার প্রসঙ্গে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল পার্টির কোনও নীতি আদর্শ নেই। এই পার্টিতে লোকে এসেছে কামাতে। অনেকে বিজেপিতে এসেছিলেন সেই উদ্দেশ্য নিয়ে, যখন দেখলেন কোনও সুবিধা নেই তাই চলে গেছেন। সর্বোচ্চ নেতৃত্বে যারা আছেন তারাও এর ভাগ নেন। পুরো পার্টিই পচে গেছে। সবাই দুর্নীতিগ্রস্ত। খালি সময়ের অপেক্ষা। সবাইকে জেলে যেতে হবে।

Advertisement
POST A COMMENT