“ত্রিপুরায় তৃণমূল যে কোনও সিট পাবেনা এটা আমি আগেই বলেছিলাম। তৃণমূল গোল্লা ছিল, গোল্লাই থাকবে।” রবিবার সকালে দমদমে একটি দলীয় কার্যক্রম এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পাশাপাশি এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “কেন্দ্র সরকার তো দাম কমিয়ে দিয়েছে, এবার রাজ্য সরকার ভ্যাট কমাক। আমরা বললাম তেলের দাম কমাতে, এরা মদের দাম কমাচ্ছে। পশ্চিমবঙ্গে একটা নাটক কোম্পানিকে সরকার চালাতে দেওয়া হয়েছে।” অন্যদিকে পুরভোটে কলকাতায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এদিন তিনি বলেন, “তৃণমূলে যে যত টাকা তুলে দিতে পারবে তার টিকিট কনফার্ম। কলকাতাকে উন্নত শহরের মর্যাদা পেতে হলে বিজেপি দরকার।”
Sayantan Basu slams TMC over Tripura Election Result and Petrol Diesel price hike