সোমবার অখিল গিরির বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া শিবিরের প্রতিনিধি দল। রাজ্যপাল না থাকায় সচিবের কাছে দাবি করে এসেছেন বিরোধী দলনেতা। রাজভবন থেকে বেরিয়ে এসে তিনি হুঁশিয়ারি দেন,অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। তিনি আরও বলেন,'একজন রাষ্ট্রপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। লিখিতভাবে জানিয়ে এসেছি। এটা না করলে বিজেপি সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্য়েকে প্রতিবাদ করবে।
Suvendu Adhikari at Raj Bhavan Demanding Dismissal of State Minister Akhil Giri