Advertisement

BJP Protest Against Anubrata Mondal: বিজেপির অনুব্রত-প্রস্তাব খারিজ বিধানসভায়, ওয়াকআউট...শঙ্কর বললেন,'মুখ্যমন্ত্রীর স্নেহভাজন'

অনুব্রত মণ্ডলের হুমকি ফোন-কাণ্ডে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, বিষয়টি আদালতের বিচারাধীন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,'যে ভাষায় পুলিশের উপর তাঁদের পরিবার মা-স্ত্রীকে নিয়ে আক্রমণ করেছেন, সেটা আমরা বলতে পারব না। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন অনুব্রত যে ভাষায় ডিজিকে নির্দেশ দিয়েছেন, আমার মনে হয় নিজের মেরুদণ্ড কালীঘাটে জমা দিয়ে এসেছেন'।

Advertisement
POST A COMMENT