Advertisement

Dilip Ghosh: 'তিন রাজ্যে হারের পর মহুয়াকে ধরে বাঁচার চেষ্টা,' কংগ্রেস-তৃণমূলকে কটাক্ষ দিলীপের

“মহুয়া মৈত্রকে তিনবার সুযোগ দেওয়া হয়েছে। উনি তখন কথা বলেননি ওয়াক আউট করেছেন। সংসদের রীতিনীতি এবং আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া হয়েছে। যেটা হয়েছে নিয়ম মেনে হয়েছে। সুতরাং যারা চেচামেচি করছেন তারা অন্যায়ের পক্ষে, চোরের পক্ষে দুর্নীতির পক্ষে কথা বলছেন।” তৃণমূল সংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি অন্যায় করছেন। কেন ১৫-২০ দিন পর উনি কথা বললেন ? কেন পার্টি প্রথম থেকে সঙ্গে থাকেনি, যদি বিশ্বাস আছে তার সাংসদের ওপর ? উনি জানেন যে অনৈতিক কাজ হয়েছে। তবে সব থেকে বড় সমস্যা হয়েছে কংগ্রেসের। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মমতা ব্যানার্জির যা না কষ্ট হয়েছে, অধীর চৌধুরীর তার থেকে বেশি কষ্ট হয়েছে। তিন রাজ্যে হারের পর এখন মহুয়া মৈত্রকে ধরে বাঁচার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ গণেশ এবং গাধা দুটোকেই বিসর্জন দেবে।”

Advertisement
POST A COMMENT