Advertisement

BJP 42nd Foundation Day: কলকাতায় রাজ্য বিজেপি দফতরে দলের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন

আজ ভারতীয় জনতা পার্টির ৪২ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য দফতরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের কর্মসূচীর সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাহুল সিনহা, কল্যাণ চৌবে বিজেপির কর্মী ও সমর্থকরা।

BJP party celebrated its 42nd foundation day at the state BJP office in Kolkata

Advertisement