Advertisement

Sukanta Majumdar: “এক রাতে দুবার শারীরিক সম্পর্ক-ধর্ষণ সম্ভব নয়”, বলছেন 'প্রফেসর' সুকান্ত

আর জি করের ঘটনার বিচারের দাবিতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। অথচ কলকাতা পুলিশ সেই মিছিলের অনুমতি দেয় নি। মঙ্গলবার বিজেপির নোয়াপাড়া-৪ মন্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে এসে এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে কানমুলে অনুমতি আদায় করতে হবে। তাঁর দাবি, আর জি কাণ্ডের প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছাত্র, বেকার যুবকরা মুখ খুলতে শুরু করেছে। সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমে হীরক রানীকে আসন থেকে টেনে নামাবে।

Advertisement
POST A COMMENT