Advertisement

BLO Protest at CEO Office: মাঝরাতে CEO আটক, ঘিরে রাখল BLO-রা, দেখুন VIDEO

সোমবার দুপুরে থেকে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা মুখ‍্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের কয়েক জন দেখা করেন অতিরিক্ত সিইও-র সঙ্গেও। বিক্ষোভকারী দাবি ছিল, কাজের চাপ কমাতে হবে। মৃতদের দিতে হবে ক্ষতিপূরণ। অসুস্থদের বাদ দিতে হবে বিএলও তালিকা থেকে। নিয়োগ করতে হবে প্রযুক্তি সহায়তা কর্মীদের। এমন ১০ দফা দাবি তাঁরা জানান। এই অবস্থান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। সিইও দফতরের সামনেই স্লোগান চড়ান বিএলও-দের একাংশ। সোমবারের এই প্রতিবাদের কারণের মধ্যরাত পর্যন্ত নিজের দফতরেই আটকে থাকতে হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

TAGS:
    Advertisement
    POST A COMMENT