Advertisement

Kolkata: কলকাতা থেকে ধৃত BNP নেতার মোবাইলে কার নম্বর? বিশাল প্ল্য়ান ফাঁস!

পার্কস্ট্রিট থানার হাতে বাংলাদেশের BNP নেতা গ্রেপ্তার কাণ্ডে এই মুহূর্তে পুলিশের নজরে তার মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, হোটেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তারের সময় সেলিম মাতম্বরের মোবাইল ফোনটি পাওয়া যায়নি। কিন্তু এই তদন্তে নয়া মোড় আনতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তার ব্যবহৃত মোবাইল ফোনটি। তাই রবিবার, ১ ডিসেম্বর ফের ওই হোটেলের যে রুমে তিনি থাকতেন সেখানে চিরুনি তল্লাশি চালানো হবে। মোবাইল ফোনটি উদ্ধারের উদ্দেশ্য, ওই মোবাইল ফোনটি একবার হাতে এলে তা পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য। তাতে এই তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে পুলিশের। পাশাপাশি, ইতিমধ্যেই তার নাম্বারের সিডিআর চেয়ে পাঠিয়েছে পুলিশ। সেই CDR থেকে জানা যাবে সেলিম মাতব্বর নিয়মিত কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাও এই তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুলিশ।

BNP leader's arrest in Kolkata

TAGS:
Advertisement