বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা। দুর্গাপিটুরি লেনের দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে আবার ফিরে পাবেন মাথা গোঁজার ঠাঁইটুকু? ভিটে হারিয়ে দিশেহারা বাসিন্দারা। এতদিনের আশ্রয়, ইঁট-কাঠ-সিমেন্টের আস্তরণে গাঁথা সুখ-দুঃখের মুহূর্ত। কিন্তু বউবাজারে মেট্রোয় কাজের জেরে ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। কিন্তু নিজেদের এতদিনের বসত ভিটের কী হবে? আর কি ফেরা যাবে নিজের বাড়িতে? বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মনে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
Several Houses in Kolkata’s Bowbazar Evacuated as Cracks appear amid Metro Construction