Advertisement

Sector V Bus Accident: দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা সল্টলেকে, আহত প্রায় ১০ জন যাত্রী

সোমবার ছুটির দিনে ফের বাসের রেষারেষিতে দুর্ঘটনা শহরে। এবার সল্টলেকের সেক্টর ফাইভে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইডের দিক দিয়ে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সজোরে বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় অন্তত ১০ জন জখম হন। আহতদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
POST A COMMENT