সোমবার দুপুরে সল্টলেকের বাস ডিপো থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি সরকারি AC বাস। আচমকাই বাগুইআটি জোড়া মন্দিরের অদূরে VIP রোডের উপর বাসটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে চলন্ত বাস। কোনওমতে প্রাণে বাঁচেন চালক ও কন্ডাক্টর