অনিকেত মাহাতে থাকবেন আরজি কর হাসপাতালেই। বুধবার এই মর্মেই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। খারিজ করে দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিংয়ের সরকারি নির্দেশ। রায়ের পর অনিকেত বললেন,'আরজি কর আন্দোলনের জেরেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার'।